জানুয়ারী ২৪ তারিখে গাজিপুর কেমিকেল ফ্যাক্টরির অগ্নিকান্ডে অ্যালায়েন্সের বিবৃতি
জানুয়ারী ২৬, ২০১৬ –জানুয়ারী ২৪ তারিখে গাজিপুর কেমিকেল ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে নিহত ৬ জন এবং আহত ২০ জনের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি । এই মর্মান্তিক দূর্ঘটনা এটাই প্রমান করে যে বাংলাদেশের শুধু পোশাক কারখানাই নয় – সব ধরণের কারখানার জন্যই বর্তমানের এই নিরাপত্তা উদ্যোগ গ্রহন করা উচিৎ এবং সব ধরণের কারখানাতেই পরিদর্শন এবং সংস্কার করা উচিৎ যেন প্রতিটি শ্রমিক নিরাপদে থাকেন ।
অ্যালায়েন্সের উদ্দেশ্য হলো আমাদের সদস্য কোম্পানি যে সমস্ত কারখানা থেকে পণ্য ক্রয় করে থাকে সে সমস্ত কারখানা যেন যথাযথ পরিদর্শন মানদন্ড মেনে চলে এবং ভবন, বৈদ্যূতিক এবং অগ্নি সংক্রান্ত ঝুঁকি মুক্ত নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলে । এই সমস্ত কারখানাতেই পরিদর্শন সম্পন্ন হয়েছে এবং তাদের ১.১ মিলিয়ন শ্রমিকদের অ্যালায়েন্স অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ দেয়া হয়েছে, এবং বর্তমানে প্রতিটি কারখানাতেই সংস্কার কাজ চলছে এটা নিশ্চিত করতে যে প্রতিটি কারখানা যেন নিরাপত্তার সর্বোচ্চ মান অর্জন করতে পারে । অ্যালায়েন্স এবং তার ২৭টি সদস্য কোম্পানি পূর্বে যে ২৬ টি কারখানার সঙ্গে কাজ করতো সেই ২৬ টি কারখানা এই সমস্ত মানদন্ড মেনে চলতে ব্যর্থ হয়েছে ।
আমরা বাংলাদেশ সরকারের কাছে সবিনয় অনুরোধ জানিয়েছি যেন বাংলাদেশ সরকার কারখানার নিরাপত্তা উন্নয়নের জন্য, এবং বাংলাদেশের সমস্ত ধরণের কারখানায় নিরাপদ কর্মস্থল গড়ে তোলা নিশ্চিত করতে জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি পুরণে যেন আরও বেশি পদক্ষেপ গ্রহন করে ।