Alliance for Bangladesh Worker Safety

বাংলা

অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি'র বিবৃতি

বাংলাদেশ গাজিপুর আসওয়াদ কম্পোজিট মিলের বেশ কজন শ্রমিকের করুণ মৃত্যুতে আমরা ভীষণ মর্মাহত । ক্ষতিগ্রস্ত পরিবার এবং হতাহতদের প্রতি আমাদের দোয়া রইল এবং তাদের প্রয়োজনের প্রতি  আমাদের যথাযথ দৃষ্টি থাকবে। অ্যালিয়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিকদের কাজের পরিবেশের মান দ্রুত উন্নয়নের আশু প্রয়োজনিয়তা উপলব্ধি করেছে । আর এই বিয়োগান্তক ঘটনা আমাদের কাজের গতিকে আরো তরান্বিত করেছে । শ্রমিক এবং অগ্নি নিরাপত্তা ঘিরে যে সব জটিল চ্যালেন্জ গুলো রয়েছে সেগুলোর সমাধান বাস্তবায়নে আমরা আমাদের অদম্য গতি অব্যাহত রাখব । যারা আমাদের এই উদ্দেশ্যের অংশিদার হতে চান তাদের আহবান জানাই একটি অভিন্ন নীতিমালা প্রনয়নে এবং একটি টেকসই সমাধান সৃষ্টিতে, যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলো রোধ করা সম্ভব হয় । 

সংবাদ মাধ্যম যোগাযোগ: গনমাধ্যমের তথ্য জানতে যোগাযোগ করুন media@afbws.org

অ্যালায়েন্স সম্পর্কে বারংবার করা প্রশ্ন

বিস্তারিত এফএকিউ –এ দেখুন অ্যালায়েন্স সম্পর্কে বারংবার করা প্রশ্ন এবং সেগুলোর উত্তর

দ্রুত যোগাযোগ

অনুগ্রহপূর্বক সাধারণ এবং গণমাধ্যম ঊভয় অনুসন্ধানের জন্য এখানে ক্লিক করুন ।