লায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেইফটি সংক্রান্ত
অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি (অ্যালায়েন্স) হলো পাঁচ বছরের একটি দায়বদ্ধতামূলক উদ্যোগ যার উদ্দেশ্য হলো বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ঘটানো । সাবেক ইউএস সিনেট মেজরিটি লিডার জর্জ মিশেল (ডি-এমই) এবং সাবেক ইউএস সিনেটর ওলিম্পিয়া স্নোয়ে (আর-এমই)-এর আহবানে এবং সভাপতিত্বে বাইপার্টিসান পলিসি সেন্টার-এর মাধ্যমে ২০১৩ সালে অ্যালায়েন্স গঠিত হয়, ঐক্যমত্য-ভিত্তিক সমাধানে এই দু’জনের অর্জন অত্যন্ত শক্তিশালী । এই সহযোগীতামূলক প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত রয়েছে অ্যাপারেল ইন্ডাষ্ট্রি কোম্পানিসমূহ এবং স্টেকহোল্ডাররা: ইউএস এবং বাংলাদেশের সরকার, নীতিনির্ধারক, এনজিও, সুশিল সমাজের সদস্য এবং সংগঠিত শ্রমিক ।
অ্যালায়েন্স পোশাক কোম্পানি এবং খুচরা বিক্রেতাদের একত্রিত হওয়ার এবং নিরাপত্তা সমস্যার একটি মূর্ত সমাধান উপস্থাপনের এক অবাধ সুযোগের সৃষ্টি করে দিয়েছে যা হবে মূলত স্বচ্ছ, ফলপ্রসু, পরিমাপনীয় এবং যাচাইযোগ্য । বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিকারক অ্যালায়েন্স সদস্য কোম্পানিগুলোর অধিকাংশই উত্তর আমেরিকান । কার্যকরি ভবন ও অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণে অ্যালায়েন্সের প্রতিটি সদস্য এবং তাদের কারখানাগুলো দায়বদ্ধ ।
আমাদের লক্ষ্য হলো অ্যালায়েন্স কারখানাগুলোর উন্নয়ন, শ্রমিক এবং ম্যানেজমেন্টদের প্রশিক্ষণ দান, শ্রমিক ক্ষমতায়ন, এবং ভবনের সংস্কারের মাধ্যমে সারা বাংলাদেশ জুড়ে নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখা এবং জোরদার করা । এই লক্ষ্য অর্জনে আমরা ৫ টি কৌশলগত স্তম্ভের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছি ।
মানদন্ড এবং পরিদর্শন | সংস্কার | শ্রমিক ক্ষমতায়ন | ||
|
আমরা সরকার, ট্রেড ইউনিয়ন, এবং মালিকদের সঙ্গে অংশিদারিত্বের ভিত্তিতে সকল শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের কাজ যেন বাংলাদেশের অর্থনীতিতে টেকসই এবং ইতিবাচক উন্নয়ন সাধন করে । অ্যালায়েন্সের কর্মকান্ড এবং অংশিদারিত্বের মাধ্যমে, আমরা এমন একটি নিরাপদ পোশাক শিল্পের জন্য সংগ্রাম করছি যেখানে অগ্নি এবং ভবনের সমস্যার কারণে কোনো শ্রমিক আহত কিংবা নিহত হবেন না ।