Alliance for Bangladesh Worker Safety

বাংলা

অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি-এর বিবৃতি

.

ঢাকা, বাংলাদেশ - অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি ঢাকায় এ সপ্তাহে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় নিম্নলিখিত বিবৃতি প্রদান করেছে ।

“গত সপ্তাহে ঢাকার কূটনৈতিক এলাকায় হিংস্র আক্রমনে নিহত ব্যক্তিদের, প্রিয়জন হারানো শোকগ্রস্ত ব্যক্তিদের, আহত ব্যক্তিদের এবং আক্রমনে বিচলিত কম্যুনিটি সদস্যদের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা” ।

যেহেতু অ্যালায়েন্সের সকল সদস্য কোম্পানি সারা বিশ্বে তাদের নিজস্ব গ্লোবাল সোর্সিং এর জন্য দায়বদ্ধ সেহেতু অ্যালায়েন্স এই হিংস্র মর্মান্তিক দুর্ঘটনা সত্ত্বেও বাংলাদেশে অবস্থান অব্যাহত রাখবে । আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ পোশাক শিল্পে কর্মরত লক্ষ লক্ষ নারী পুরুষের নিরাপত্তা উন্নয়ন একটি নৈতিক অবশ্যপালনীয় কর্তব্য – এবং যেহেতু আমরা আমাদের স্টাফ এবং কন্ট্রাকটরদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহন করছি, সেহেতু পোশাক শিল্পগুলোতে আমাদের নিরাপত্তা উন্নয়নের কাজ অব্যাহত থাকবে” ।

অ্যালায়েন্স সম্পর্কে বারংবার করা প্রশ্ন

বিস্তারিত এফএকিউ –এ দেখুন অ্যালায়েন্স সম্পর্কে বারংবার করা প্রশ্ন এবং সেগুলোর উত্তর