রানা প্লাজা ধসের তৃতীয় বার্ষিকী উপলক্ষে অ্যালায়েন্সের বিবৃতি
ঢাকা, বাংলাদেশ - আজকে, অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি ( অ্যালায়েন্স ) এপ্রিল ২৪, ২০১৩ সালে রানা প্লাজা ভবন ধসের তৃতীয় বার্ষিকী উপলক্ষ্যে নিম্নলিখিত বিবৃতি প্রদান করছে ।
“আজকে রানা প্লাজা ভবন ধসের তৃতীয় বার্ষিকী, এই দিন ভবন ধসে করুন মৃত্যূ ঘটেছিল ১,১৩৪ জন শ্রমিকের । রানা প্লাজা দুর্যোগের শিকার ব্যক্তিদের এবং তাদের পরিবারের সম্মানে, অ্যালায়েন্স এবং আমাদের সদস্য কোম্পানীগুলো শ্রমিকদের জন্য একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি বিষয়ক আমাদের যে মিশন রয়েছে তার প্রতি অ্যালায়েন্স তার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে, যেখানে নিরাপত্তা ব্যতিক্রম কোনো কিছু না হয়ে বরং আইনে পরিণত হবে” ।
“রানা প্লাজা ভবন ধসের কয়েক মাসের মধ্যে গঠিত অ্যালায়েন্স সেই শুরু থেকেই বাংলাদেশ তৈরি পোশাক শিল্প কারখানার শ্রমিকদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টিকে আমাদের একটি মিশনে পরিণত করেছে, এবং আমরা আত্নবিশ্বাসের সঙ্গে বলতে পারি অ্যালায়েন্স কারখানাগুলোর শ্রমিক বর্তমানে তিন বছর আগের চেয়ে অনেক বেশি নিরাপদ । বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ২০১২ সালের তুলনায় ৯০% হ্রাস পেয়েছে এবং ২০১৫ সালে অগ্নি দূর্ঘটনায় একজনেরও মৃত্যূ হয়নি ।
“বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের সংস্কারের জন্য আরও অনেক কাজ করতে হবে, এবং আমরা শ্রমিক ক্ষমতায়ন প্রচেষ্টায় এবং এই ধরণের মর্মান্তিক ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য আমরা ভবন ও অগ্নি নিরপত্তা ইস্যূগুলো সংস্কার করার লক্ষ্যে কারখানার মালিকদের সঙ্গে কাজ করার ব্যাপারে অবিচল থাকবো” ।